ফিচার

কাদামাটি-খড় দিয়ে রূপকথার দুর্গ!

ঢাকা, ২১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

মধ্য ইউরোপের দেশ রোমানিয়ায় বহু পুরাতন কিছু দুর্গ এখনো রয়েছে। ইটের পর ইটের গেথে সেগুলোকে এমনভাবেই বানানো হয়েছিল যে, শত প্রতিকূলতা কাটিয়ে টিকে রয়েছে। ঐ দুর্গগুলো রোমানিয়ার ঐতিহ্য বহন করছে। এবার খড় ও কাদামাটি দিয়ে নতুন করে পরিবেশ বান্ধব একটি দুর্গ বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন রোমানিয়ার এক দম্পতি।

বিবিসির খবরে বলা হয়, এক দম্পতি প্রায় ২ বছর ধরে নকশা করে তারপর খড়, কাদামাটি, কাঠের খিলান এবং বালি ব্যবহার করে তৈরি করেছেন এই অভিনব দুর্গ।

১০ কক্ষবিশিষ্ট এই ব্যতিক্রমি দুর্গের নাম দেয়া হয়েছে ‘ক্যাসেলুল ডি লুট ভ্যালিয়া জ্যানেলর’ অর্থাৎ ‘ক্লে ক্যাসেল অব দ্য ভ্যালি অব ফেইরিস’, অর্থাৎ ‘পরীদের উপত্যাকায় মাটির দুর্গ’। রাজভান ও গ্যাব্রিয়েলা ভ্যাসাইল দম্পতি তৈরি করেছেন এই আশ্চর্য দুর্গ।

দুর্গটি রোমানিয়ার শিবিউ শহর থেকে ২৪ মাইল দূরবর্তী একটি গ্রামে অবস্থিত। দুর্গের সাথে পাহাড়ি সৌন্দর্য দেখা যাবে। ঐ দম্পতি দুর্গটিকে হোটেল ও রেস্তোরাঁ হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন।

Show More

আরো সংবাদ...

Back to top button