শিক্ষা

বাউবির পরীক্ষা শুরু শুক্রবার

ঢাকা, ২১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ/বিএসএস পরীক্ষা শুক্রবার থেকে শুরু হচ্ছে। সারাদেশে ২১৬টি পরীক্ষা কেন্দ্রে সেমিস্টার ভিত্তিক এ পরীক্ষায় সর্বমোট ২ লাখ ৩৬ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

যার মধ্যে ১ লাখ ৩৫ হাজার ২৯০ জন পুরুষ এবং ১ লাখ ১ হাজার ২৮৪ জন নারী পরীক্ষার্থী। প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছে।

শুক্র ও শনিবার সকাল ও বিকেলে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে ২১ অক্টোবর। বুধবার বাউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button