
সন্ত্রাসের বিরুদ্ধে ‘আলো’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে
ঢাকা, ২১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
বাংলাদেশের গুলশানের হলি আর্টিসান বেকারি রেস্তোরাঁ ও কিশোরগঞ্জের শোলাকিয়া, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন স্থানে জঙ্গিহামলায় নিহতদের স্মরণে সম্প্রতি মোমবাতি প্রজ্জ্বলন ও সমাবেশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলায় নিহতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠান সঞ্চালন করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোকাদ্দেস উল ইসলাম বিদ্যুৎ।
সমাবেশে বিজ্ঞান অনুষদের ডিন ও পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি ড. আবু তাহের বলেছেন, ‘জঙ্গিবাদ নামক অপশক্তিকে প্রতিহত করতে সকলের মিলিত প্রচেষ্টাই যথেষ্ট।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টর আইনুল হক সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘ছাত্র রাজনীতির ইতিবাচক চর্চাকে উৎসাহিত করতে পারলে তরুণদের জঙ্গিবাদের দিকে ঝুঁকে পড়া কমে যাবে।’
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের যুগ্ম মহাসচিব মেহেদী হাসান বলেন, ‘বাংলাদেশ ধ্বংস প্রক্রিয়ার নীল নকশাকারীদের চিহ্নিত করার জন্য শিক্ষিত ছাত্রসমাজকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি ড. জি এম মনিরুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান, প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক মোর্শিদ রায়হান প্রমুখ।
ড. জি এম মনিরুজ্জামান বলেন, ‘সন্ত্রাসের পক্ষে যে নীতি সে নীতি কখনওই বিশ্ব মানবতার কল্যাণে কার্যকর হতে পারে না। এ ধরনের বিপথগামীদের প্রতিহত করতে সমাজকে এগিয়ে আসতে হবে।’
সন্ত্রাস নির্মূলে প্রত্যেক ব্যক্তির সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিতের ওপর জোর দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক কামরুন নাহার শীলা, রেজাউল ইসলাম, সুমাইয়া আফরীন সানি, নাহিদা বেগমসহ অনেকেই।