অর্থ ও বাণিজ্য

সূচকের সাথে লেনদেনও কমেছে

ঢাকা, ২১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন শেষ হয়েছে। সূচক কমার পাশাপাশি এদিন টাকার অংকে লেনদেনও কমেছে। ডিএসইতে আজ ৩২৪টি কোম্পানির ১০ কোটি ৯৯ লাখ ১১ হাজার ২৬৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩৯৯ কোটি ৬৩ লাখ ২৭ হাজার ১১৪ টাকা। যা আগের দিনের চেয়ে ৯৬ কোটি ৭০ লাখ টাকা কম। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৪.৮৯ পয়েন্ট কমে ৪৫৫৬.৯৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫.৯৬ পয়েন্ট কমে ১৭৮১.৩১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৪.৫৫ পয়েন্ট কমে ১১১৪.৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ২০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ার।  লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো : অলিম্পিক ইন্ডাঃ, বিএসআরএম লিঃ, ইসলামী ব্যাংক, এ্যাকমী ল্যাব, ডেল্টা ব্র্যাক হাউজিং, এমজেএল বিডি, শাহজিবাজার পাওয়ার, এভেন্স টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা ও গ্রামীণ ফোন। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : রেনউইক যজ্ঞেশ্বর, প্রাইম লাইফ ইন্সুঃ, আনলিমা ইয়ার্ন, এইচআর টেক্স, বিডি কম, রিলায়েন্স ইন্সুঃ, ফেডারেল ইন্সুঃ, ইস্টার্ন ইন্সুঃ, এপেক্স ট্যানারী ও প্রগতি ইন্সুঃ।  অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এভেন্স টেক্সটাইল, সাভার রিফ্রেক্টরিজ, কন্টিনেন্টাল ইন্সুঃ, এনটিসি, আজিজ পাইপস, ফারইস্ট নিটিং, কর্ণফুলি ইন্সুঃ, ইবিএল এনআরবি মি. ফা., ইস্টল্যান্ড ইন্সুঃ ও ১ জনতা মি. ফা।

Show More

আরো সংবাদ...

Back to top button