আন্তর্জাতিক

সম্মেলনের ভাষণে গিয়ে রোষের মুখে ক্রুজ

ঢাকা, ২১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

যুক্তরাষ্ট্রে চলছে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন। আজ সম্মেলনের ৩য় দিন। সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে খোদ রিপাবলিকানদের রোষের মুখে পড়েছেন ট্রাম্পের সাবেক প্রতিদ্বন্দ্বী টেক্সাস সিনেটর টেড ক্রুজ।

সম্মেলনের প্রথম দিন ট্রাম্পের স্ত্রী মেলানিয়া মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার ভাষণ চুরির করে রীতিমত হুলুস্থুল ফেলে দিয়েছিলেন। এবার টেড ক্রুজ ভাষণ দিতে উঠে ট্রাম্পকে সমর্থন না জানানোয় রীতিমত রিপাবলিকানদের গালিগালাজ শুনেছেন।

অঙ্গরাজ্যগুলোর প্রাথমিক বাছাইপর্বের নির্বাচনে ট্রাম্প ও ক্রুজ লিপ্ত ছিলেন কুৎসিত বাকযুদ্ধে। একে অন্যকে বিশ্রী ইস্যুতে আক্রমণ করেছেন। বিশেষ করে ট্রাম্প টেডকে ও তার স্ত্রীকে কঠোর আক্রমণ করে। ট্রাম্প প্রাথমিক বাছাইপর্বেই বাদ পড়েন, কিন্তু ট্রাম্পকে সমর্থন করেননি কিছুতেই। এখনো করতে নারাজ।

দলের নিজেদের ভেতরেই এমন বিদ্বেষের চিত্র সচরাচর দেখা যায় না। ট্রাম্প সম্মেলনের শুরুতে বড় গলায় বলেছিলেন এবারের সম্মেলন হবে রিয়্যালিটি টিভিশোর মত আনন্দময় ও উত্তেজিত ভিন্ন এক সম্মেলন। কিন্তু ৩য় দিনের মাথায় গোটা ব্যাপারটাই কেঁচে গেছে। তাছাড়া সম্মেলনের বাইরেও সংঘর্ষে লিপ্ত হয়েছিল কিছু ট্রাম্প সমর্থক ও বিরোধীরা।

Show More

আরো সংবাদ...

Back to top button