
অর্থ আত্মসাৎ মামলায় চাপের মুখে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ঢাকা, ২১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক এক বিলিয়ন ডলার অর্থ কেলেঙ্কারিতে জাতীয় ও আন্তর্জাতিক চাপের মুখে পড়েছেন। মার্কিন বিচার বিভাগ মামলা ঠুকেছে তার বিরুদ্ধে, দেশটির বিরোধী দলীয় নেতা তার পদত্যাগ দাবি করেছেন।
মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে ২০০৯ সালে ১এমডিবি নামের একটি তহবিলটি গঠন করে প্রধানমন্ত্রী রাজাক। কিন্তু বুধবার মার্কিন বিচার বিভাগ বলেছে, এই তহবিলের অর্থ নিয়ে যে দুর্নীতি হয়েছে তার প্রমাণ পাওয়া গেছে। প্রধানমন্ত্রী রাজাক ওই সরকারি অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন।
এমনকি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ পর্যন্ত রাজাককে অভিযুক্ত করে পদত্যাগ করতে বলেছেন। বুধবার যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ ওই তহবিল সংক্রান্ত এক বিলিয়নেরও বেশি অর্থমূল্যের সমান সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, এই অর্থ আত্মসাতের অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছেন প্রধানমন্ত্রী নাজিব। এর আগে মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেল মোহামেদ আপানদি বলেছিলেন, এই তহবিল নিয়ে যে দুর্নীতি হয়েছে এমন কোন প্রমাণ নেই।