আন্তর্জাতিক

চীনে ভারী বর্ষণে নিখোঁজ ১০০

ঢাকা, ২১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

চীনের উত্তরাঞ্চলে সাম্প্রতিক দিনগুলোতে প্রবল বর্ষণে প্রায় ১০০ জনের প্রাণহানি বা নিখোঁজ হয়েছে। রাষ্ট্রীয় হিসেবে এ কথা বলা হয়েছে। বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, চীনের হেবেইসহ কয়েকটি প্রদেশে প্রবল বর্ষণে অন্তত ২৪ জনের নিশ্চিত মৃত্যু হয়েছে। ওই অঞ্চলে সোমবার শুরু হওয়া ঝড় ও বৃষ্টিপাত এখনো অব্যাহত রয়েছে। হেবেইয়ের চারদিকে বেইজিং, শ্যাংঝি, হেনান ও শাংঝি অবস্থিত। খবর বার্তা সংস্থা এএফপি’র। বুধবার রাতে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রাকৃতিক এই দুর্যোগে হেবেই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে ১৪ জনের মৃত্যু ও ৭২ জন নিখোঁজ রয়েছে। হেবেই প্রদেশের ১১টি নগরীর প্রায় ১ লাখ ২৩ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এ ছাড়াও এখানকার ৭ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে যান চলাচল, বিদ্যুৎ সরবরাহে বিঘœ সৃষ্টি হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।

Show More

আরো সংবাদ...

Back to top button