
চীনে ভারী বর্ষণে নিখোঁজ ১০০
ঢাকা, ২১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
চীনের উত্তরাঞ্চলে সাম্প্রতিক দিনগুলোতে প্রবল বর্ষণে প্রায় ১০০ জনের প্রাণহানি বা নিখোঁজ হয়েছে। রাষ্ট্রীয় হিসেবে এ কথা বলা হয়েছে। বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, চীনের হেবেইসহ কয়েকটি প্রদেশে প্রবল বর্ষণে অন্তত ২৪ জনের নিশ্চিত মৃত্যু হয়েছে। ওই অঞ্চলে সোমবার শুরু হওয়া ঝড় ও বৃষ্টিপাত এখনো অব্যাহত রয়েছে। হেবেইয়ের চারদিকে বেইজিং, শ্যাংঝি, হেনান ও শাংঝি অবস্থিত। খবর বার্তা সংস্থা এএফপি’র। বুধবার রাতে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রাকৃতিক এই দুর্যোগে হেবেই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে ১৪ জনের মৃত্যু ও ৭২ জন নিখোঁজ রয়েছে। হেবেই প্রদেশের ১১টি নগরীর প্রায় ১ লাখ ২৩ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এ ছাড়াও এখানকার ৭ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে যান চলাচল, বিদ্যুৎ সরবরাহে বিঘœ সৃষ্টি হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।