আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মার্কিন পতাকা পোড়ানোর চেষ্টাকালে গ্রেপ্তার ১৭

ঢাকা, ২১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে বুধবার রিপাবলিকান দলের ন্যাশনাল কনভেশন চলাকালে অধিবেশনের হলের বাইরে মার্কিন পতাকা পোড়ানোর চেষ্টাকালে পুলিশ ১৭ জনকে গ্রেফতার করেছে। ক্লিভল্যান্ডের পুলিশ প্রধান ক্যালভিন উইলিয়ামস বলেন, ‘এই ঘটনায় দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালানো হয়েছে। তারা সামান্য আঘাত পেয়েছেন।’ এই ঘটনায় দুই ব্যক্তি ও অপর ১৫ জনকে হামলা এবং অপতৎপরতা চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে। উইলিয়ামস বলেন, ‘তাদের একমাত্র লক্ষ্য ছিল বিশৃঙ্খলা, আইন অমান্য করা ও স্থিতিশীলতা বিনষ্ট করে অরাজক পরিস্থিতি তৈরি করা।’ কুইকেন লনস অ্যারেনার প্রবেশ এলাকার সামনের রাস্তায় এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হয়। সেখানে রিপাবলিকান দলের সদস্যরা যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান। উইলিয়ামস বলেন, এক বিক্ষোভকারী একটি মার্কিন পতাকায় আগুন ধরানোর চেষ্টাকালে তার প্যান্টে আগুন ধরে যায়। সেসময় এক পুলিশ কর্মকর্তা আগুন নিভানোর চেষ্টা করেন। এ সময় ওই বিক্ষোভকারী তাকে ঘুষি ও ধাক্কা দিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করে। পুলিশ প্রধান আরো বলেন, তাদের মধ্যে ধস্তাধস্তির সময় পাশের দুই ব্যক্তির প্যান্টেও আগুন ধরে যায়। অশ্বারোহী পুলিশসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ সময় বিক্ষোভকারীদের আটক করে। এ সময় এক নারী বিক্ষোভকারী অপর একটি পতাকায় আগুন ধরানোর চেষ্টা করেন। পুলিশ সদস্যরা তাকে বাধা দেয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পুলিশ কর্মকর্তা পাতাকাটিকে ওই নারীর হাত থেকে ছিনিয়ে নেন। পরে ওই নারীকে গ্রেফতার করা হয়। এ সময় বিক্ষোভকারীরা ‘ওকে ছেড়ে দাও!’ বলে চিৎকার করে স্লোগান দিতে থাকে। পুলিশ প্রধান বলেন, তিন দিন ধরে এই অধিবেশন চলাকালে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button