
জাতীয়
নরসিংদীতে ট্রলারডুবি: ২ লাশ উদ্ধার, বহু নিখোঁজ
ঢাকা, ২৩ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
নরসিংদীর রায়পুরা উপজেলায় পাহাড়িকা নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইতোমধ্যে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে সাতজনকে জীবিত উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে এখনও পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ থাকায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে রায়পুরা থানার ওসি আজহার উদ্দিন সরকার জানান, ট্রলারডুবিতে বেশ কয়েকজন হতাহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, ট্রলারটি ৩০/৪০ জন যাত্রী নিয়ে চলছিল। হঠাৎ ঝড়ো বাতাসে সেটি ডুবে যায়। জীবিত উদ্ধার ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। নদীতে পচণ্ড স্রোতের কারণে অনেকেই ভেসে গেছে।