
জাতীয়
জঙ্গি শফিউলের আশ্রয়দাতা গ্রেপ্তার
ঢাকা, ২৩ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে হামলার ঘটনায় আটক ও উত্তরবঙ্গের চাঞ্চল্যকর চারটি হত্যাকাণ্ডের সাথে ‘জড়িত’ জেএমবি সদস্য শফিউল ওরফে আবু মুকাতিলকে আশ্রয়দানকারী বাড়ির মালিক মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
র্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার মো. আতিক বাংলামেইলকে বলেন, ‘শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তাকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। আনোয়ার হোসেনই এ বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত শফিউলকে আশ্রয় দিয়েছিলেন।

প্রসঙ্গত, গত ৭ জুলাই ঈদের দিন শোলাকিয়ায় হামলার ঘটনায় আটক হন শফিউল ইসলাম। সন্দেহভাজন জঙ্গি শফিউল (২০) পঞ্চগড়ের দেবীগঞ্জের গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগ আছে।