জাতীয়

জঙ্গি শফিউলের আশ্রয়দাতা গ্রেপ্তার

ঢাকা, ২৩ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে হামলার ঘটনায় আটক ও উত্তরবঙ্গের চাঞ্চল্যকর চারটি হত্যাকাণ্ডের সাথে ‘জড়িত’ জেএমবি সদস্য শফিউল ওরফে আবু মুকাতিলকে আশ্রয়দানকারী বাড়ির মালিক মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

র‌্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার মো. আতিক বাংলামেইলকে বলেন, ‘শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তাকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। আনোয়ার হোসেনই এ বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত শফিউলকে আশ্রয় দিয়েছিলেন।

জঙ্গি শফিউল

প্রসঙ্গত, গত ৭ জুলাই ঈদের দিন শোলাকিয়ায় হামলার ঘটনায় আটক হন শফিউল ইসলাম। সন্দেহভাজন জঙ্গি শফিউল (২০) পঞ্চগড়ের দেবীগঞ্জের গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগ আছে।

Show More

আরো সংবাদ...

Back to top button