
রাজধানীতে দুই বাসের চাপায় হেলপার নিহত
ঢাকা, ২৩ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
রাজধানীর মাতুয়াইলে দুই বাসের চাপা পড়ে মো. মিজান আলী (১৯) নামে অপর একটি বাসের হেলপারের মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে মাতুয়াইলের সড়কে আহত হওয়ার পর দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
মিজান আলী কুমিল্লার দাউদকান্দির মহেষচার গ্রামের ওয়াজ করনির ছেলে। তিনি ঢাকায় রায়েরবাজার এলাকায় থাকতেন।
মিজানের বড় বোন ফারজানা বাংলানিউজকে জানান, প্রতিদিনের মতো সকালে কাজের জন্য বাসার থেকে বের হন মিজান। মাতুয়াইলের একটি মেডিকেলের সামনে গেলে যাত্রীবাহী ওই দুই বাস তাকে চাপা দেয়।
এতে গুরুতর আহত মিজানকে তৎক্ষণাৎ উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে মৃত্যু হয় তার।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মিজানের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।