রাজনীতি

মুসলিম বিশ্বকে ধ্বংসের চক্রান্ত চলছে : জমিয়াতুল উলামা

ঢাকা, ২৩ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

ইসলামের দুশমন ইহুদি-খ্রিস্টানদের এজেন্ট হয়ে মুসলিম বিশ্বকে ধ্বংস করার জন্য ইসলামের নামে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। সম্প্রতি বাংলাদেশে সংঘটিত হামলাগুলো তারই ধারাবাহিকতার অংশ বলে মনে করে বাংলাদেশ জমিয়াতুল উলামা।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘পবিত্র মসজিদে নববি, হলি আর্টিসান, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন স্থানে হামলা ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে জঙ্গি-সন্ত্রাসী হামলার প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে সংগঠনের ঢাকা মহানগরের সভাপতি মাওলানা দেলুয়ার হোসেন সাঈফী, সহ-সভাপতি ইয়াহইয়া মাহমুদ, সাধারণ সম্পাদক সদরুদ্দীন মাখযুল প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় লিখিত বক্তব্যে ইয়াহইয়া মাহমুদ বলেন, বিশ্বময় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষাক্ত ছোবল যেভাবে ধর্মের নামে আঘাত হানছে, অশান্তি প্রতিষ্ঠা করে মানবজাতিকে আতঙ্কিত করে তুলছে এর থেকে উত্তরণের একমাত্র পথই হচ্ছে ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে ধরা। ইসলাম উদার, সহিষ্ণু, অসাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতির ধর্ম। এতে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই।

তিনি বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, পবিত্র ভূমি মদিনা ও শোলাকিয়া ঈদগাহের মতো জায়গাও এই চরম উগ্রবাদী সন্ত্রাসীদের আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না। মদিনা, হলি আর্টিসান, শোলাকিয়ায় জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাই। সঙ্গে সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

সরকারের উদ্দেশে তিনি বলেন, এই সন্ত্রাসী কমকাণ্ডকে বৈশ্বিক সমস্যা বলে ক্ষান্ত হলে চলবে না। বাংলাদেশের মতো একটি শান্তিপূর্ণ দেশকে নিরাপদ রাখতে হলে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সম্মিলিত প্রয়াস গ্রহণ করতে হবে।

Show More

আরো সংবাদ...

Back to top button