খেলাধুলা

ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা চান না কুক

ঢাকা, ২৩ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি করেছেন অ্যালিস্টার কুক। খেলেছেন ১৭৫ বলে পনেরটি চারের মারে ১০৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। ১৩১তম টেস্টে এসে ২৯তম সেঞ্চুরির দেখা পেলেন তিনি। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তী স্যার ব্র্যাডম্যানকে (সেঞ্চুরি) ছুঁয়ে ফেললেন ইংলিশ অধিনায়ক।

১৯৪৮ সালে ক্যারিয়ারের ইতি টানা ব্র্যাডম্যান ২৯তম সেঞ্চুরি করতে খেলেছেন ৫২ টেস্ট। যে কারণে ব্যাটিং গড়েও রয়েছে অনেক ব্যবধান। চলমান এই টেস্টের আগ পর্যন্ত যেখানে কুকের গড় ৪৬.৫৪, সেখানে অসি কিংবদন্তীর নামের পাশে জ্বলজ্বল করছে ৯৯.৯৪।

এই পরিসংখ্যান দেখেই হয়তো ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করাটা পছন্দ হয়নি কুকের। বলেন, ‘আমি কোনোমতেই তুলনা করতে চাই না। দেখুন, তিনি এটা (২৯তম সেঞ্চুরি) করেছিলেন আমার অর্ধেক কিংবা তার চেয়েও কম ম্যাচ খেলে…..। তবে এটা ভেবে ভালো লাগছে যে আটাশ (সেঞ্চুরি) পার করতে পেরেছি।’

দলীয় ২৫ রানের মাথায় অ্যালেক্স হেলসের উইকেট হারিয়ে বিপদে পড়ে ইংল্যান্ড। দ্বিতীয় উইকেটে জো রুটের সঙ্গে ১৮৫ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান কুক। পাশাপাশি সেঞ্চুরির নাগাল পেয়ে খুশি ইংলিশ দলনেতা। বলেন, ‘অনেক দিন পর ইংল্যান্ডের জয়ে সেঞ্চুরি করলাম। যে কোনো টেস্ট ম্যাচের প্রথম ইনিংসের রানটা সব সময়ই গুরুত্বপূর্ণ।’

Show More

আরো সংবাদ...

Back to top button