
ভোটের মাধ্যমেই নিউইয়র্ক স্টেট বিএনপির কমিটি : এহছানুল হক মিলন
ঢাকা, ২৩ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
ব্রুকলীনের সন্দ্বীপ সোসাইটি ভবনে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট বিএনপির সম্মেলন-২০১৬ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আব্দুল লতিফ সম্রাটের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এহছানুল হক মিলন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এহছানুল হক মিলন বলেন, যুক্তরাষ্ট্র বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বিগত কয়েকটি সভার মাধ্যমে নিউইয়র্কে অবস্থানরত সকল নেতা-কর্মী সরাসরি ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। সেই লক্ষ্যে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনসহ সম্মেলন সফল করতে অন্যান্য সাব-কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৩ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, যারা এই নির্বাচনের সমালোচনা করছেন তারা সকলেই সেই সভাগুলোয় উপস্থিত ছিলেন। তাদের সম্মতিতেই সম্মেলনের মাধ্যমে সরাসরি ভোটে কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। তবে নির্বাচনে ভরাডুবি হবে জেনে তারা ভোটের পরিবর্তে সিলেকশনের মাধ্যমে কমিটি গঠনের জন্য আমাকে চাপ দিতে থাকে।
কিন্তু স্থানীয় বিএনপির সকল নেতা-কর্মী নিরপেক্ষ নির্বাচনের পক্ষে অবস্থান নেন দাবি করে তিনি বলেন, বিগত দিনে যারা দলীয় শৃংখলা ভঙ্গ ও জালিয়াতির কারণে দল থেকে বহিষ্কৃত হয়েছেন, তারাই আজ সম্মেলনের বিরুদ্ধাচারণ ও আমার বিরুদ্ধে মিথ্যা কুৎসা রটাচ্ছে।
সভায় আরো বক্তব্য রাখেন গিয়াস আহমেদ, প্রফেসর দেলোয়ার হোসেন, কামাল পাশা বাবুল, সোলেমান ভূঁইয়া ও আব্বাস উদ্দিন দুলাল, রাফেল তালুকদার, সারোয়ার খান বাবু, জাহাঙ্গির সরোয়ার্দী, সোহরাব হোসেন, দেলোয়ার শিপন, একে আজাদ, মাহফুজুল মাওলা নান্নু, আবু সুফিয়ান, জাকির হাওলাদার, বিলাল চৌধুরী, এ মিসবাউজ্জামান, রফিকুল ইসলাম ডালিম, নাজমুল আলম, সোহেল, কচি প্রমুখ।