বিনোদন

আমি অন্তঃসত্ত্বা নই: দীপিকা

ঢাকা, ২৩ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে দীপিকা পাড়ুকোনের প্রেমের কথা নতুন নয়। কিছুদিন আগে গুঞ্জন ছড়িয়ে পড়ে, দীপিকা ও রণবীর তাদের বাগদান সেরে ফেলেছেন। রণবীরের মুম্বাইয়ের বাড়িতেই নাকি পাঞ্জাবি মতে তাদের ‘রোকা’ বা বাগদান সম্পন্ন হয়েছে! কিন্তু এই জল্পনা বড় আকার নেয়ার আগেই তার অবসান ঘটালেন দীপিকা নিজেই।

সমস্ত জল্পনা এক কথায় খারিজ করে দিয়েছেন তিনি। তার উত্তর, একটা কথা সাফ জানিয়ে দিতে চাই। এখনই এ ধরনের কোনও পরিকল্পনা নেই।

আরও স্পষ্ট ভাষায় তিনি বলেন, আমি অন্তঃসত্ত্বা নই, এনগেজড নই, বিবাহিতাও নই। খুব তাড়াতাড়ি বিয়ের কোনও পরিকল্পনাও আমার নেই।

অর্থাত্, গোটা ব্যপারটাই গুজব! হ্যাঁ, আপাতত দীপিকার এই সোজা সাপটা জবাবের পর তাদের ‘বাগদান পর্ব’-এর এখানেই ইতি হল।

উল্লেখ্য, বলিউডের সেক্স সিম্বল হিসেবে পরিচিত দীপিকা পাড়ুকোন হলিউডেও অভিনয় করছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ত্রিপল এক্স- দ্য রিটার্ন অব জেন্ডার কেস কানাডা’র ট্রেলর। ট্রেলরে বেশ উত্তেজনা ছড়িয়েছেন দীপিকা।

এ ছবিতে দীপিকাকে সেরেনা নামের একটি লড়াকু মেয়ের চরিত্রে দেখা যাবে। এ চরিত্রের জন্য নিজেকে উপযুক্ত করেই মাঠে নেমেছেন তিনি। এতে অ্যাকশন দৃশ্যে যেমন দেখা যাবে তেমনি রোমান্টিক দৃশ্যে অভিনয়েও বেশ আবেদনময়ী হিসেবে উপস্থাপিত হবেন এ বলিউডকন্যা।

ছবির টিজারে ইতিমধ্যে ভিন ডিজেলের সঙ্গে যেভাবে খোলামেলা আর অন্তরঙ্গ দৃশ্যের উপস্থিতি দেখা গেছে, তাতে করে দীপিকা যে কতটা সাহসী সেটা আরও একবার প্রমান হয়েছে। ছবিটি আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পাবে।

Show More

আরো সংবাদ...

Back to top button