আন্তর্জাতিক

কুয়ার ভেতর সাপের সঙ্গে শিশু, চলছে উদ্ধারকাজ

ঢাকা, ২৩ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

কুয়ারে পাশে বসেই কাজ করছিলেন মা, কিছু দূরেই খেলা করছিল তার তিন বছরের শিশুটি। হঠাৎ তাকিয়ে দেখেন শিশুটি সেখানে নেই। দৌড়ে কুয়ার ভেতর তাকাতেই দেখেন তার সন্তান ভেতরে পড়ে গেছে।

গতকাল এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রের এক গ্রামে।

খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ)। ওই শিশুকে উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধার করতে গিয়ে দেখা গেছে, ওই কুয়ার পানিতে একটি সাপও রয়েছে। তাই সতর্কতা অবলম্বন করতে হচ্ছে উদ্ধারকারী দলকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খেলতে খেলতে ১০০ ফুট গভীরে পড়ে যায় শিশুটি। অবশ্য তার মা সেখানে উপস্থিত ছিলেন। তার কান্নাকাটি ও চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে।

পরে খবর দেয়া হলে সেখানে ছুটে যায় স্থানীয় মহকুমাশাসকও। উদ্ধারকাজে নেমেছে বিএসএফ। কিন্তু এখনও পর্যন্ত ওই শিশুকে উদ্ধার করা যায়নি।

এদিকে উদ্ধারকাজের খবর নিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং। তিনি ওই শিশুটির জন্য মঙ্গল কামনাও করেছেন।

Show More

আরো সংবাদ...

Back to top button