জাতীয়

উল্টোপথে চলায় ৩২০ গাড়ির বিরুদ্ধে মামলা

ঢাকা, ২৪ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

রাজধানীতে উল্টোপথে (রং সাইডে) গাড়ি চালানোর দায়ে ৩২০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গতকাল শনিবার দিনব্যাপী অভিযানে মামলাগুলো করা হয়েছে বলে রোববার জাগো নিউজকে জানিয়েছেন ডিএমপি।

ডিএমপি জানায়, ‘উল্টোপথে যানবাহন চালানো পুরোপুরি বেআইনি। এতে যেমন একদিকে যানযট সৃষ্টি হয় তেমনি কখনও একজন সু-নাগরিকের পরিচয় বহন করে না। আর তাই উল্টো পথে যানবাহন চলাচল রোধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।’

জানা গেছে, ট্রাফিক বিভাগের অভিযানে গতকাল (শনিবার) রাজধানীতে মোট ৩ হাজার ৪৭২টি মামলা দায়ের করা হয়েছে। এসব যানবাহনের বিরুদ্ধে হাইড্রোলিক হর্ণ, হুটার বেকন লাইট, উল্টোপথে চলাচল, কালো গ্লাস ব্যবহার করার অভিযোগ ছিল। দায়ের করা এসব মামলায় ডিএমপি মোট ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া, হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে রাজধানীতে ৭টি গাড়িকে র্যাকারিং করা হয়েছে। ডিএমপি যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মফিজ উদ্দিন আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

Show More

আরো সংবাদ...

Back to top button