
দুর্নীতির টাকা জঙ্গিবাদে ব্যবহৃত হচ্ছে: দুদক চেয়ারম্যান
ঢাকা, ২৪ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
দুর্নীতির টাকা জঙ্গিবাদে ব্যবহৃত হয় বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
রোববার (২৪ জুলাই) দুদকের প্রধান কায্যালয়ে ‘কৌশলগত কর্ম পরিকল্পনা ২০১৬-২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে মিডিয়া ব্যক্তিত্বদের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির অর্থ জঙ্গিবাদে ব্যবহৃত হয়। যদি তা না হয় তাহলে এক একটি ব্যাংক হিসেবে এতো টাকা কোথা থেকে আসে। সাদা টাকা, কষ্টের টাকা তো জঙ্গিবাদে ব্যবহার করা সম্ভব না।
তিনি বলেন, সামাজিক আন্দোলন না হলে জঙ্গিবাদ ও অর্থ সন্ত্রাস বন্ধ করা যাবে না। জঙ্গিবাদের মতো ‘অর্থসন্ত্রাসকে’ সমানভাবে গুরুত্ব দিয়ে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। দুর্নীতি প্রতিরোধে যা যা করা দরকার তা করা হবে। এজন্য সমাজের সব শ্রেণির মতামত গ্রহণ করা হবে।
কালো টাকা প্রসঙ্গে ইকবাল মাহমুদ বলেন, কালো টাকা হচ্ছে দুর্নীতির বিশাল গহ্বর। এ বিষয়ে শিগগিরই সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশমালা পেশ করা হবে।
তিনি বলেন, দুদক থানার মতো কাজ করে না। বিশেষ কোনো প্রয়োজন না হলে কাউকে ডাকি না। অনুসন্ধান পর্যায়ে কাউকে ডাকা হয় না। তদন্ত পর্যায়ে দুদক মানুষের কাছে যায়। আমি যতটুকু দেখেছি দুদক আইনে দুর্বলতা নেই। রাজনৈতিক কোনো চাপ নেই।
শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে ইকবাল মাহমুদ বলেন, শিক্ষার মান কমে গেছে। মান কমার পেছনে ফেল কালচার দায়ী। সবাই জিপিএ’র দিকে ঝুঁকছে। তাই যেসব শিক্ষা প্রতিষ্ঠান এক বিষয়ে ফেল করার পরও ছাত্র-ছাত্রীদের অটো পাস করিয়ে দেয় তাদের বিরুদ্ধে মামলা করা হবে। এটা ক্ষমতার অব্যবহার। তাই টেস্ট পরীক্ষার খাতা এক বছর সংরক্ষণ করতে হবে।
তিনি বলেন, যেসব চিকিৎসকসহ সরকারি কর্মকর্তারা সরকারের বেতন নিয়ে উপজেলা পর্যায়ে যান না, এটাও ক্ষমতার অপব্যবহার। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
ব্যাংকিং খাতের দুর্নীতি প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, প্রাইভেট ব্যাংকিং ব্যবস্থায় অব্যবস্থাপনা দূর করা হবে। ব্যাংকিং খাতের দুর্নীতিকে কোনো প্রকারে ছাড় দেওয়া হবে না।
মতবিনিময় সভায় কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। সভায় দুদক কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দিন আহমেদ ও দুদক সচিব আবু মো. মোস্তফা কামালসহ বিভিন্ন গণমাধ্যমের ব্যক্তিরা বক্তব্য রাখেন।