রাজনীতি

খনি দুর্নীতি মামলা: খালেদা জিয়াকে ১০ অগাস্ট হাজিরের নির্দেশ

ঢাকা, ২৪ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ১০ অগাস্ট আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন বিচারক।

রোববার এ মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ থাকলেও খালেদা জিয়া হাজির না হয়ে আইনজীবীদের মাধ্যমে সময়ের আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার দুই নম্বর বিশেষ জজ আদালতের বিচারক হোসনে আরা বেগম আগামী ১০ অগাস্ট খালেদাসহ আসামিদের হাজির হতে নির্দেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারিজ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করার মধ্য দিয়ে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি করেছেন।

এ ঘটনায় ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় সাবেক চার দলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ১০ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলা করা হয়।

খালেদা জিয়া মামলাটি বাতিলের আবেদন করলে ২০০৮ সালের ১৬ অক্টোবর হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে। একই সঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করে। হাইকোর্টের ওই আদেশ আপিল বিভাগেও বহাল থাকায় আটকে যায় বিচারিক কার্যক্রম।

সাত বছর পর চলতি বছরের শুরুতে দুদক মামলাটি সচল করার উদ্যোগ নিলে হাইকোর্টের দেওয়া রুলের চূড়ান্ত শুনানি শুরু হয়। গত ৫ আগস্ট হাইকোর্ট খারিজাদেশ প্রদান করেন। একই সঙ্গে মামলার কার্যক্রমের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়া হয়।

গত বছরের ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলাটি বৈধ মর্মে রায় ঘোষণা করে। গত ২৫ মে এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। এবার সেই রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করলেন খালেদা জিয়া।

মামলায় খালেদা জিয়া ছাড়া অপর আসামিরা হলেন- সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান (মৃত), সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া (মৃত), সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, এম শামসুল ইসলাম (মৃত), আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার আমিনুল হক, একেএম মোশাররফ হোসেন, জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এসআর ওসমানী, সাবেক পরিচালক মঈনুল আহসান, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম ও খনির কাজ পাওয়া কোম্পানির স্থানীয় এজেন্ট হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

Show More

আরো সংবাদ...

Back to top button