
জঙ্গি হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মঙ্গলবার
ঢাকা, ২৪ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
সাম্প্রতিক জঙ্গি হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান।
বিবৃতিতে তিনি বলেন, জঙ্গি হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশের জনগণ উদ্বেগ, উৎকণ্ঠা এবং আতঙ্কে রয়েছে। দেশের মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। একদিকে চলছে জঙ্গি হামলা, সন্ত্রাসী কর্মকাণ্ড। অন্যদিকে চলছে জামায়াতসহ অন্য দলগুলোকে দোষারোপের নোংরা রাজনীতি। এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে জাতিকে ঐক্যবদ্ধ করা প্রয়োজন। কিন্তু সরকার জাতীয় ঐক্য সৃষ্টির পরিবর্তে জাতিকে নানাভাবে বিভক্ত করার অপচেষ্টা চালাচ্ছে।
প্রকৃত জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে বিশ্বাসযোগ্য উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।