
আন্তর্জাতিক
পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী
ঢাকা, ২৪ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
প্রধানমন্ত্রী থাকবেন কি না- এই ইস্যুতে আস্থা ভোট অনুষ্ঠিত হওয়ার আগেই পদত্যাগের ঘোষণা দিলেন নেপালের প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ শর্মা অলি। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।
২০১৫ সালে নেপালের ক্ষমতায় আসেন প্রধানমন্ত্রী অলি। তবে ভূমিকম্প পরবর্তী নেপালে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তার ব্যর্থতা দেশটিতে তীব্র বিতর্কের জন্ম দেয়। এছাড়া সংবিধান সংশোধনকে কেন্দ্র করে গত বছরের ডিসেম্বরে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫০ নেপালি নিহত হয়।
দেশটির জনগণের একাংশের দাবি, নতুন সংবিধানে তাদের রাজনৈতিকভাবে প্রান্তিক সীমায় নিয়ে যাওয়া হয়েছে। তবে নতুন সংবিধান গৃহীত হওয়ার পর কয়েক দশক ধরে অস্থিতিশীল নেপালে স্থিতিশীলতা ফিরে এসেছিল। বিক্ষোভাকারীদের সঙ্গে সরকারের আলোচনা ব্যর্থ হওয়ায় ঝামেলা আরো বাড়তে থাকে দেশটিতে।