
গরুর মাংস খাওয়ায় দলিত পরিবারে হামলা
ঢাকা, ২৪ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
গরুর মাংস খাওয়ার অভিযোগ এনে ভারতের কর্নাটকে একটি দলিত পরিবারের ওপর হামলা চালিয়েছে ধর্মীয় উগ্রপন্থী বজরং দলের সদস্যরা।
কর্নাটক সাম্প্রদায়িক সম্প্রীতি ফোরাম নামে একটি সংগঠন পরে ওই নির্যাতিত পরিবারটির হয়ে থানায় অভিয়োগ দায়ের করে। খবর এনডিটিভির।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই ক্ষমতাসীন দল বিজেপির সমর্থক বজরং দলের ৪০/৫০ জন সদস্য দলিত ওই পরিবারের সদস্যদের পিটিয়ে গুরুতর আহত করে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
সম্প্রীতি ফোরামের সাধারণ সম্পাদক জানান, হামলার ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেফতার করলেও পরে তারা জামিনে বেরিয়ে আসে। এ মাসের প্রথম দিকে গুজরাটের উনা শহরে একইভাবে মারধর করা হয় চার দলিত সম্প্রদায়ের লোককে।
এর আগে গুজরাটে গরুর মাংস বহন করছে মনে করে ট্যানারি শ্রমিকদের উলঙ্গ করে লোহার রড দিয়ে পিটিয়ে তা আবার ফেসবুকে আপলোড করে কট্টর মৌলবাদী সংগঠনটির সদস্যরা।
গত বছরের সেপ্টেম্বরে উত্তরপ্রদেশের দারদি এলাকায় মো. আখলাক নামে এক মুসলমানের ঘরে গরুর মাংস আছে গুজব ছড়িয়ে শতাধিক উগ্রপন্থী বাড়িতে চড়াও হয়ে তাকে পিটিয়ে হত্যা করে। পরে সেটি খাসি মাংস বলে প্রমাণিত হয়।