
জাতীয়
ডাচ-বাংলা চেম্বারের প্রেসিডেন্ট ‘নিখোঁজ’
ঢাকা, ২৪ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (ডিবিসিসিআই) প্রেসিডেন্ট মো. হাসান খালিদ নিখোঁজ হয়েছেন অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শনিবার রাতে তার পরিবার ধানমণ্ডি থানায় এ জিডি করেন।
ধানমণ্ডি থানার সহকারী ডিউটি অফিসার এএসআই রেজাউল ইসলাম জিডি’র বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসান খালিদের পরিবার জানায়, শনিবার রাত থেকে হাসান খালিদ নিখোঁজ রয়েছেন। তার ব্যবহৃত মোবাইলফোনটি বন্ধ রয়েছে।
তারা বলেন, ধানমণ্ডির বাসা থেকে হাসান খালিদ শনিবার তার বসুন্ধরা আবাসিক এলাকার অফিসে গিয়েছিলেন। এরপর আর তিনি ফিরে আসেননি।