
মুস্তাফিজের প্রশংসা সংসদে
ঢাকা, ২৪ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
এবার জাতীয় সংসদে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের প্রশংসা করলেন সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্গজ দেবনাথ।
রোববার (২৪ জুলাই) রাতে জাতীয় সংসদের সম্পূরক প্রশ্নে মুস্তাফিজকে নিয়ে আলোচনার সূত্রপাত ঘটান পঙ্কজ দেবনাথ। তিনি এই বিস্ময় যুবকের বিশ্ব ক্রিকেট মঞ্চে একের পর এক ধারাবাহিক ভালো খেলার প্রশংসা করেন।
এরপর সংসদ সদস্যের বক্তব্যের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, মুস্তাফিজ আমাদের গর্ব। দেশের গর্ব। এর আগে আমরা জাতীর সামনে ও আন্তর্জাতিকভাবে এরকম প্রতিভা উপস্থাপন করতে পারিনি। কিন্তু প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় মোস্তাফিজের মতো প্রতিভা উন্মেষণ করে নিয়ে আসছি। সে দেশের মুখ উজ্জ্বল করেছে।
সংসদ সদস্য বিষয়টি জাতির সামনে তুলে ধরায় ধন্যবাদও জানান মন্ত্রী।
মুস্তাফিজুর রহমান এখন কাউন্ট্রি খেলতে রয়েছেন ইংল্যান্ডে।