
রিও অলিম্পিকে যাচ্ছেন শচীন
ঢাকা, ২৪ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
ব্রাজিলের রিও ডি জেনিরোতে অলিম্পিক আসরে যাচ্ছেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। এরআগে কখনো তিনি বিশ্বের সর্ববৃহৎ এই ক্রীড়া আসরে যাননি। বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত সব ক্রীড়া ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রেসিডেন্ট টমাস বাখ শচীনকেও আমন্ত্রণ জানিয়েছেন।
অবশ্য ভারতের অলিম্পিক সংস্থা শচীনকে অলিম্পিকের শুভেচ্ছা দূত বানিয়েছে। এবারই প্রথম আমন্ত্রণ পাওয়ায় ভারতীয় এ্যাথলেটদের সঙ্গে রিওতে থাকবেন ক্রিকেট কিংবদন্তি। আগামী দুই আগস্ট রিওর উদ্দেশে ভারত ছাড়বেন শচীন।
একটি সূত্র জানিয়েছে, ‘অলিম্পিকে এই প্রথম যাচ্ছেন শচীন। ব্রাজিলের মতো দেশে যাওয়ার আগে যে সব প্রতিষেধক টিকা নেওয়া দরকার মুম্বাইয়ের সরকারি হাসপাতাল থেকে শচীন তা নিয়েছেন।’ সম্প্রতি লন্ডনের একটি হাসপাতালে শচীনের হাঁটুতে অস্ত্রপচার হয়েছে। যদিও মনে করা হচ্ছে রিও যাওয়ার জন্য তিনি যথেষ্ট সুস্থ। ২০২৪ সালের অলিম্পিকে অন্তর্ভুক্ত হতে পারে ক্রিকেট। সেদিক থেকে শচীনের অলিম্পিক যাত্রা ইতিবাচকই হবে মনে করছেন বিশেষজ্ঞমহল।