আন্তর্জাতিক

আফগানিস্তানে একদিনের জাতীয় শোক

ঢাকা, ২৪ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিক্ষোভ সমাবেশ চলাকালে দুই দফায় বোমা হামলায় ৮০ জন নিহতের ঘটনায় একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।

রোববার সারাদেশে শোক পালন করা হচ্ছে।

ইতোমধ্যে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে। এদিকে দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি টেলিভিশনে এক ভাষণে বলেছেন, আইএসকে এই হামলার জন্য কঠিন মূল্য দিতে হবে।

প্রসঙ্গত, কাবুলের দেহমাজাং সার্কেলের কাছে শনিবার এ হামলা চালানো হয়। ওই সার্কেলের কাছে বিদ্যুৎ সরবরাহ লাইন বদলের দাবিতে বিক্ষোভ সমাবেশটি করছিল সংখ্যালঘু শিয়াপন্থি হাজারা সম্প্রদায়ের হাজারো মানুষ। এতে ৮০ জন নিহতে হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২ শতাধিক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button