
রাজধানীতে ‘ডিজিটাল’ নিরাপত্তা জাল
ঢাকা, ২৪ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গির হামলার পর রাজধানীর পুরো নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। তৈরি করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা জাল।
রোববার (২৪ জুলাই) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটাই দাবি করেন।
তিনি বলেন, ‘এই ভাড়াটিয়া তথ্য ফর্মের মাধ্যমে ইতোমধ্যে অনেক অপরাধীকে আমরা ধরেছি। এটি পরিপূর্ণ করা গেলে রাজধানীবাসীকে শতভাগ ডিজিটাল নিরাপত্তা দেয়া সম্ভব হবে।’
বাড়িওয়ালাদের উদ্দেশ্যে কমিশনার বলেন, ‘বাসা ভাড়া দেয়ার আগে অবশ্যই ভাড়াটিয়াদের তথ্য জানুন, জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের ফটোকপি রেখে তারপর বাসা ভাড়া দিন।’
নিরাপত্তা মানে শুধু পুলিশ, র্যাব বা আনসার সদস্যদের দিকে তাকিয়ে থাকলে হবে না। নিজেরাই আর্চওয়ে, মেটাল ডিটেক্টর, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ভবনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।
বাড়তি নিরাপত্তায় রাজধানীবাসী পূর্ণ সহায়তা করছে জানিয়ে কমিশনার বলেন, ‘আমরা পথে গাড়ি থামিয়ে তল্লাশি করছি। এলাকায় এলাকায় ব্লক রেড দিচ্ছি। তবে আনন্দের ব্যাপার হচ্ছে এতে রাজধানীবাসী মোটেও বিরক্ত হচ্ছেন না। বরং তারা সহায়তা প্রদান করছেন।’
গুলশনা হামলা আইনশৃঙ্খলা সমস্যা নয় উল্লেখ করে কমিশনার বলেন, ‘এটা আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি একটি সামাজিক সমস্যা। বিশ্বের অনেক দেশেই এধরনের হামলার ঘটনা ঘটছে। মূলত কোরানের খণ্ডিত অংশের ভুল ব্যাখ্যা দিয়ে একটি গোষ্ঠি হোম গ্রোন জঙ্গি তৈরি করে এ ধরনের হামলা চালাচ্ছে।’