আন্তর্জাতিক

মিউনিখ হামলাকারীর বন্ধু আটক

ঢাকা, ২৫ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

জার্মানির মিউনিখ শহরে শুক্রবার বন্দুক হামলায় নয়জন নিহত হওয়ার ঘটনায় হামলাকারীর এক আফগান বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে ওই তরুণের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।

তদন্তকারী কর্মকর্তাদের ধারণা, হামলাকারী ইরানি বংশোদ্ভূত জার্মান তরুণ ডেভিড আলী সোনবোলির (১৬) ওই বন্ধুটি শুক্রবারের হামলার সমস্ত পরিকল্পনাটি জানত। শুধু তাই নয়, এতে একটি বিশেষ ভূমিকাও পালন করেছিল ওই তরুণ। সে তার ফেসবুকে অন্য বন্ধুদের সিটি সেন্টারে বৈঠকের নিমন্ত্রণ জানিয়ে একটি পোস্ট দিয়েছিল।

জার্মান সংবাদ মাধ্যম বলছে, মিউনিখে বন্দুক হামলার পর ওই আফগান তরুণ নিজে থেকেই পুলিশকে ঘটনাটি জানায়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কথায় গরমিল পাওয়া যায়। পরে হামলার পরিকল্পনার বিষয়টি পুলিশকে আগেভাগে না জানানোর অপরাধে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার বাভারিয়া রাজ্যের সবচেয়ে বড় বিপণিকেন্দ্র হিসেবে পরিচিত অলিম্পিয়া মলে উপস্থিত লোকজনের ওপর গুলি চালিয়েছিল সনবোলি। এর আগে ম্যাকডোনাল্ড রেস্তোরাঁয় গুলি করে সে। পুলিশের ধারণা, গত  এক বছর ধরে হামলার পরিকল্পনা করেছিল সনবোলি। এছাড়া ওই হামলাকারী মানসিক সমস্যায় আক্রান্ত ছিল বলেও তদন্তে তথ্য মিলেছে।

Show More

আরো সংবাদ...

Back to top button