
৪৪০ কোটি ডলারে ইয়াহু কিনছে ভেরাইজন
ঢাকা, ২৫ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিভিত্তিক যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠান ভেরাইজন কমিউনিকেশনস ৪৪০ কোটি ডলারে একসময়ের শীর্ষ সার্চ ইঞ্জিন ইয়াহুকে কেনার সব প্রক্রিয়া সম্পন্ন করেছে। চুক্তির সংশ্লিষ্ট একজনের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সব আনুষ্ঠানিকতা এরই মধ্যে শেষ হয়েছে। আজ সোমবার এ চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা আছে।
অবশ্য কয়েকমাস ধরেই ভেরাইজনের প্রধান নির্বাহী লয়েল ম্যাকাডাম এবং প্রধান অর্থ কর্মকর্তা ফ্রান্সিস শ্যাম্মোর বিভিন্ন বক্তব্যে ইয়াহুকে কিনে নেয়ার ইঙ্গিত ছিল। এর আগে মার্কিন প্রতিষ্ঠান এওএল-কে কেনার জন্য প্রায় ৪শ ৪০ কোটি ডলারের প্রস্তাব দেয় ভেরাইজন। এমনকি ২০১৫ সালে ভেরাইজন ২৫ কোটি ডলার বিনিয়োগ করে মিলেনিয়াল মিডিয়া নামের একটি প্রযুক্তিবিষয়ক বিজ্ঞাপন প্রতিষ্ঠান কেনে।
এ চুক্তির আওতায় ভেরাইজন ইয়াহুর প্রধান ইন্টারনেট ব্যাবসা সার্চ ইঞ্জিন ও স্থাবর সম্পত্তির মালিকানা ছাড়াও বেশিরভাগ সেবাই কিনে নিচ্ছে। এসবের মধ্যে থাকছে ফ্লিকার, টাম্বলার, ইয়াহু ফিন্যান্স, স্পোর্টসসহ বেশ কিছু ডিজিটাল সেবা। এসবের কয়েক মিলিয়ন গ্রাহক রয়েছে। তবে ইয়াহুর পেটেন্টগুলোর মালিকানা পাচ্ছে না ভেরাইজন।
ভেরাইজনের ইয়াহু অধিগ্রহণের খবরের প্রভাব দেখা গেছে শেয়ারবাজারেও। শুক্রবার ইয়াহুর শেয়ারের দাম দশমিক ৯ শতাংশ বেড়ে হয়েছে ৩৯ ডলার ২১ সেন্ট। চলতি বছরের প্রথম সাত মাসে প্রতিষ্ঠানটির প্রতি শেয়ারের দাম বেড়েছে ১৮ শতাংশ। অন্যদিকে ভেরাইজনের প্রতি শেয়ারের দাম এদিন ১ দশমিক ৩ শতাংশ বেড়ে পৌঁছেছে ৫৬ ডলার ১০ সেন্টে।
চুক্তি চূড়ান্ত হলে তা শীর্ষ মার্কিন ওয়্যারলেস ক্যারিয়ারের জন্য ইতিবাচক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।