
আন্তর্জাতিক
ফ্লোরিডার নাইটক্লাবে গুলি, নিহত ১
ঢাকা, ২৫ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি নাইট ক্লাবে বন্দুকধারীর হামলায় অন্তত দু’জন নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে আরও ১৬ জন।
স্থানীয় সময় রোববার (২৪ জুলাই) রাতে ফ্লোরিডার ফোর্ট মায়ার্স কাউন্টির ‘ক্লাব ব্লু’তে এ হামলা চালানো হয়। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বাংলাদেশ সময় সোমবার (২৫ জুলাই) দুপুরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
ফোর্ট মায়ার্স পুলিশের কর্মকর্তা ক্যাপ্টেন জিম মুলিগান সাংবাদিকদের দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার রাতে ক্লাবটিতে একদল কিশোর-কিশোরী পার্টির আয়োজন করেছিল।
এই হামলা ক’জন চালিয়েছে বা কারা চালিয়েছে তা তৎক্ষণাৎ নিশ্চিত হওয়া যায়নি। সেজন্য এটা সন্ত্রাসী হামলা কিনা তাও এখনি বলছে না মার্কিন সংবাদমাধ্যম।