আন্তর্জাতিক

ফ্লোরিডার নাইটক্লাবে গুলি, নিহত ১

ঢাকা, ২৫ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি নাইট ক্লাবে বন্দুকধারীর হামলায় অন্তত দু’জন নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে আরও ১৬ জন।

স্থানীয় সময় রোববার (২৪ জুলাই) রাতে ফ্লোরিডার ফোর্ট মায়ার্স কাউন্টির ‘ক্লাব ব্লু’তে এ হামলা চালানো হয়। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বাংলাদেশ সময় সোমবার (২৫ জুলাই) দুপুরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

ফোর্ট মায়ার্স পুলিশের কর্মকর্তা ক্যাপ্টেন জিম মুলিগান সাংবাদিকদের দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রাতে ক্লাবটিতে একদল কিশোর-কিশোরী পার্টির আয়োজন করেছিল।

এই হামলা ক’জন চালিয়েছে বা কারা চালিয়েছে তা তৎক্ষণাৎ নিশ্চিত হওয়া যায়নি। সেজন্য এটা সন্ত্রাসী হামলা কিনা তাও এখনি বলছে না মার্কিন সংবাদমাধ্যম।

Show More

আরো সংবাদ...

Back to top button