খেলাধুলা

মোস্তাফিজের অভাব অনুভব করছে সাসেক্সে

ঢাকা, ২৫ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

ইংল্যান্ডে গিয়ে সাসেক্সের হয়ে দুটি ম্যাচ খেলেছেন মোস্তাফিজুর রহমান। প্রথমটিতে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের কাটার মাস্টার। তবে দ্বিতীয় ম্যাচে পারেননি মোস্তাফিজ, আর তাতে পারেনি সাসেক্সও। ম্যাচটিতে সারের কাছে হেরে যায় তারা।

কাঁধের পুরোনো ইনজুরিতে আবারো আঘাত পাওয়ায় গ্লস্টারশায়ারের বিপক্ষে খেলতে পারেননি মোস্তাফিজ! রোববার চেল্টানহামে অনুষ্ঠিত রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের ম্যাচটিতে ৫১ রানে হেরে গেছে সাসেক্স। পরাজয়ের মাঝে বোলিংয়ে মোস্তাফিজের অভাব অনুভব করছে সাসেক্সে। যদিও বোলিংয়ের চেয়ে লুক রাইটের দলের ব্যাটিং ব্যর্থতা কম নয়! আগামী ২৭ জুলাই সাসেক্সের পরবর্তী ম্যাচ এই গ্লচেস্টারশায়ারের বিপক্ষেই। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

সাসেক্স অধিনায়কের লুক রাইটের ‘স্পেশাল বোলার’ আখ্যা দেয়া মোস্তাফিজের পরিবর্তে গ্লস্টারশায়ারের বিপক্ষে একাদশে জায়গা পেয়েছেন আজমল শেহজাদ। দলে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে পারেননি। ১০ ওভারে ৫০ রান দিয়ে এক উইকেট নিলেও বাংলাদেশের কাটার মাস্টারের মতো আতঙ্ক ছড়াতে পারেননি প্রতিপক্ষ শিবিরে। ৩ উইকেট নিয়ে সাসেক্সের সেরা বোলার ক্রিস জর্ডান। সব মিলে ৫০ ওভার খেলে ৮ উইকেটে ২৪২ রানের পুঁজি সংগ্রহ করে গ্লস্টারশায়ার।

এই লক্ষ্য তাড়া করতে নেমে বোলিংয়ের চেয়ে ব্যাটিংয়েই বেশি অসহায়ত্বের পরিচয় দিয়েছে ওয়ানডে কাপের সাউথ গ্রুপে পাঁচ ম্যাচের চারটিতে হেরে পয়েন্ট টেবিলে তলানিতে থাকা সাসেক্সে। ১১৫ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলেও দলকে হারের লজ্জা থেকে বাঁচাতে পারেননি হ্যারি ফিন্স। সাসেক্সের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন বেন ব্রাউন।

দলীয় অধিনায়ক লুক রাইট পারেননি নামের প্রতি সুবিচার করতে। ম্যাট টেলরের শিকার হওয়ার আগে দলে স্কোরশিটে যোগ করতে পেরেছেন মোটে ১৮ রান। ক্রিস জর্ডানের ১৪ রান পরাজয়ের ব্যবধান কমিয়েছে মাত্র। বাকি ব্যাটসম্যানরা ছুঁতে পারেননি দুই অঙ্ক। আর তাতে ১৯১ রানেই থামে সাসেক্সের ইনিংস। ৪ উইকেট শিকারী টম স্মিথ গ্লস্টারশায়ারের সেরা বোলার। দুটি করে উইকেট নিয়ে হাওয়েল ও ম্যাট টেলর।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামা গ্লস্টারশায়ারের হয়ে ওপেনার মাইকেল ক্লিনজার করছেন ৪৬ রান। ম্যাট টেলর অপরাজিত ছিলেন ৪৩ রানে। গ্রাহেম ভন বারেনের ব্যাট থেকে আসে ৩৮ রান। সাসেক্সের পক্ষে ক্রিস জর্ডান ৩টি ও উইল বেয়ার দুটি উইকেট লাভ করেছেন। একটি করে উইকেট পকেটে পুরেছেন আর্চার, আজমল শেহজাদ ও ড্যানি ব্রিগস।

Show More

আরো সংবাদ...

Back to top button