বিজ্ঞান ও প্রযুক্তি

প্রযুক্তি প্রশ্নোত্তর : পোকেমন গো খেলার উপায়, পাবলিক ওয়াইফাই নিরাপত্তা ও উইন্ডোজ ১০-এ ভাইরাস সমস্যা

ঢাকা, ২৫ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

প্রশ্ন : অ্যাপল টিভিতে অসংখ্য মুভি ও টেলিভিশন প্রোগ্রাম রয়েছে। কিন্তু কোনো একটি প্রোগ্রাম খুঁজতে আমার খুবই অসুবিধা হয়। দ্রুতগতিতে সার্চ করার কোনো উপায় আছে কি?

উত্তর : এক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হলো সিরি ব্যবহার করা। এজন্য আপনার সর্বশেস অ্যাপল টিভিতে রয়েছে রিমোট কন্ট্রোল, যেখানে ভয়েস সার্চের ব্যবস্থা রয়েছে। কোনো একটি শো দেখার জন্য আপনাকে বলতে হবে ‘প্লে (শো) সিজন (নাম্বার) এপিসোড (নাম্বার)। তবে আপনি যদি কোনো একটি অনুষ্ঠানের সিজন কিংবা এপিসোড নাম্বার না জানেন তাহলে অন্য তথ্য দিয়েও সার্চ করতে পারেন। এজন্য আপনি যে কোনো অভিনেতা-অভিনেত্রীর নামও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে বলতে পারেন, ‘প্লে দ্য (শো) এপিসোড উইথ (গেস্ট স্টার)।

প্রশ্ন : পোকেমন গো গেমসটির বিষয়ে নানা কথা শোনা যাচ্ছে। গেমটি খেলার উপায় কী?

উত্তর : প্রথমেই আপনার “Pokémon GO” অ্যাপটি ডাউনলোড করতে হবে। আপনি যখন অ্যাকাউন্ট সেটআপ করবেন তখন একটা ক্যারেক্টার আপনাকে স্বাগত জানাবে, যার নাম প্রফেসর উইলো। এরপর আপনাকে হেঁটে হেঁটে ধরতে হবে প্রথম পোকেমন শ্যারমেন্ডার, স্কুয়ারর্টেল কিংবা বুলবাসাউর। এরপর আপনার হেঁটে হেঁটে বেড়াবার সময় চলে আসবে। আপনার ধরার ক্ষমতা পরীক্ষা করা হবে নানাভাবে।

প্রশ্ন : নানা স্থানে পাবলিক ওয়াইফাইয়ের মাধ্যমে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করা যায়। এগুলো কি ব্যবহার করা উচিত?

উত্তর : পাবলিক ওয়াইফাইয়ের মাধ্যমে বিনামূল্যে ইন্টারনেট পাওয়া গেলেও তা ব্যবহারের আগে আপনার ডিভাইসের নিরাপত্তার বিষয়টি সবার আগে জেনে নেওয়া উচিত। এজন্য মনে রাখতে হবে বিমান বন্দর, রেল স্টেশন কিংবা অন্য যে কোনো স্থানে ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করা হলে সেখান থেকে হ্যাকাররা আপনার অনলাইন কার্যক্রমের ওপর নজরদারি করতে পারে। এ কারণে আপনার উচিত হবে গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে প্রবেশ না করা। অর্থাৎ সাধারণ ওয়েবসাইটে প্রবেশ করলেও সেখান থেকে আপনার গুরুত্বপূর্ণ তথ্য যেন প্রকাশিত না হয়। তাই পাবলিক ওয়াইফাইতে পাসওয়ার্ড দেওয়া এড়িয়ে যেতে হবে। যে সাইটে ঢোকার জন্য ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার না করাই ভালো। ব্যাংকের অ্যাকাউন্ট কিংবা গুরুত্বপূর্ণ মেইল অ্যাকাউন্টও ওপেন করা উচিত নয়।

প্রশ্ন : আমার উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের কম্পিউটারে ভাইরাস ধরেছে বলে মনে হচ্ছে। এ সমস্যা নিরসনের উপায় কী?

উত্তর : আপনার উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে System Maintenance Troubleshooter থেকে এটি ঠিক করতে হবে। এজন্য প্রথমেই Control Panel থেকে System and Security-এ প্রবেশ করতে হবে। সেখানে Troubleshoot common computer problems খুঁজে বের করতে হবে। এরপর System Security এবং তা থেকে System Maintenance-এ প্রবেশ করতে হবে। সেখানেই আপনি পিসির সিস্টেম চেক করার অপশন পাবেন।

Show More

আরো সংবাদ...

Back to top button