শিক্ষা

ঢাবিতে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

ঢাকা, ২৫ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার বেলা ১১টা থেকে এ মানববন্ধন শুরু হয়।  শেষ হয় দুপুর ১২টায়।

পূর্বঘোষিত এই কর্মসূচিতে ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

সমগ্র ক্যাম্পাসজুড়ে অর্থাৎ নীলক্ষেত মোড় সংলগ্ন গণতন্ত্র মুক্তি তোরণ থেকে শুরু হয়ে স্মৃতি চিরন্তন, ফুলার রোড, শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠের সম্মুখের রাস্তা, কলাভবনের সম্মুখের রাস্তা, চারুকলা অনুষদ, টিএসসির রাজু ভাস্কর্য, বাংলা একাডেমি, চাঁনখারপুল শহীদুল্লাহ হলের গেট থেকে দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবন পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলার সময়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সকল কর্মকাণ্ড বন্ধ রাখা হয়।

Show More

আরো সংবাদ...

Back to top button