কুমিল্লায় ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার
ঢাকা, ২৫ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
কুমিল্লায় ২ হাজার পিস ইয়াবাসহ আলোচিত একটি হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার আসামির নাম মাঈনুদ্দিন ওরফে ইয়াবা মাইনুদ্দিন।
সে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফিরোজুল ইসলাম ওরফে ফিরোজ হত্যা মামলার অন্যতম আসামি এবং আন্তঃজেলা মাদক ব্যবসায়ী।
রোববার রাতে জেলা গোয়েন্দা শাখা ডিবির এসআই শাহ কামাল আকন্দ ও এসআই সহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ জেলার কালিরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
ডিবি পুলিশ জানায়, জেলার সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের আনন্দপুর গ্রামের মৃত মোবারক হোসেনের পুত্র মাঈনুদ্দিন দীর্ঘ দিন যাবৎ এলাকায় মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এছাড়া সে ২০১২ সালের ১১ ডিসেম্বর সংঘটিত নগরীর চাঞ্চল্যকর ফিরোজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে রোববার গভীর রাতে ডিবি পুলিশ কালিরবাজার এলাকায় মাঈনুদ্দিনের মালিকানাধীন মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় মাঈনুদ্দিনের স্বীকারোক্তি অনুযায়ী তার অফিসের একটি চার্জার লাইটের ভেতর থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।