
নন-এমপিও শিক্ষকদের বেতন নিয়ে হাইকোর্টের রুল
ঢাকা, ২৫ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নন-এমপিও শিক্ষকদের বেতন ভাতা বন্ধের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের শুনানি শেষে সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও রাজিক আল জলিল এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন।
চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালকসহ ৯ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ছিদ্দিক উল্যাহ মিয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
জানা যায়, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নন-এমপিও শিক্ষকদের সরকারি বেতনের অংশ প্রদান না করার সার্কুলারে মোট ১৫ হাজার শিক্ষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের পক্ষে ৪৪ জন শিক্ষক রিট আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই রুল জারি করেন।