আইন ও আদালত

নন-এমপিও শিক্ষকদের বেতন নিয়ে হাইকোর্টের রুল

ঢাকা, ২৫ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নন-এমপিও শিক্ষকদের বেতন ভাতা বন্ধের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি শেষে সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও রাজিক আল জলিল এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন।

চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালকসহ ৯ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ছিদ্দিক উল্যাহ মিয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

জানা যায়, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নন-এমপিও শিক্ষকদের সরকারি বেতনের অংশ প্রদান না করার সার্কুলারে মোট ১৫ হাজার শিক্ষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের পক্ষে ৪৪ জন শিক্ষক রিট আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই রুল জারি করেন।

Show More

আরো সংবাদ...

Back to top button