জাতীয়

ধানমন্ডিতে গাড়িচালককে মারধর করা সেই সার্জেন্ট বরখাস্ত

ঢাকা, ২৫ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

রাজধানীর ধানমন্ডি এলাকায় ইউসুফ ফরাজী নামে এক গাড়িচালককে মারধরের অভিযোগে ধানমন্ডি ট্রাফিক জোনের সার্জেন্ট মো. মেহেদী হাসানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি ট্রাফিক বিভাগের এক অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়েছে। ডিএমপি মিডিয়া জানায়, ‘পুলিশ সার্জেন্ট মেহেদী হাসানের এ রকম অসদারচরণ, অপেশাদারমূলক ও শৃংঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের জন্য তাকে ২৪ জুলাই (রোববার) চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

বরখাস্তের পাশাপাশি আদেশে উল্লেখ করা হয়, ‘ব্যক্তিগত অসদাচরণ ও অপেশাদারমূলক কার্যকলাপের দায়ভার বাংলাদেশ পুলিশ নেবে না। এ ঘটনার কারণ অনুসন্ধানের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, রাজধানীর ধানমন্ডি এলাকায় রোববার (২৪ জুলাই) ইউসুফ ফরাজী নামে এক গাড়িচালককে বেধড়ক মারধর করেন এই সার্জেন্ট। পরে ইউসুফ ফরাজীকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিভিন্ন গণমাধ্যমেও ভিডিওটি প্রকাশ করা হয়।

Show More

আরো সংবাদ...

Back to top button