
তীব্র স্রোতে মাওয়ায় বন্ধ ছয় ফেরী
ঢাকা, ২৫ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
পদ্মায় তীব্র স্রোতের কারনে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ৬ টি ফেরী চলাচল বন্ধ রয়েছে। রোববার সন্ধ্যা থেকে আজ সোমবার এ রিপোর্ট লেখার সময় দুপুর ১ টা পর্যন্ত নৌরুটে ওই ৬ টি ফেরী চলাচল বন্ধ রয়েছে। তবে যান পারাপার স্বাভাবিক রাখার জন্য ১০ টি ফেরি চলাচল করছে। বন্ধ থাকা ফেরীগুলো হলো রানীক্ষেত, রামশ্রী, রায়পুরা ও ফেরী কর্ণফুলি, বেলজিয়াম, কাকুলি।
ফেরী চলাচল বন্ধের তথ্য নিশ্চিত করেন বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটুয়ারি। তিনি জানান, ফেরী চলাচল বন্ধের পাশাপাশি রবিবার রাত থেকে ফ্ল্যাট.কে-টাইপ ফেরি স্রোতের কারনে চলাচল করতে না পারায় যানবাহন এসে ঘাট এলাকায় অপেক্ষা করতে হচ্ছে। আগে ফেরি পারাপার হতে দুই ঘন্টা সময় নিতো এখন স্রোতের কারনে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় নিছে। আর গাড়ি চাপ রয়েছে।
তাছাড়া স্রোতের কবলে ফেরী চলাচল বিঘ্নিত হয়ে পারাপারের অপেক্ষায় শিমুলিয়া ঘাটে সহস্রাধিক যানবাহন রয়েছে। তাদের মধ্যে পন্য বোঝাই ট্রাকের সংখ্যাই বেশি।