
পুরনােগুলো ধামাচাপা দিতে নতুন ইস্যু তৈরি : নজরুল ইসলাম
ঢাকা, ২৫ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার একটার পর একটা ইস্যু তৈরি করে পুরোনো ইস্যুগুলোকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। বিএনপি তাদের এ ষড়যন্ত্রে পা দিলে সরকারের অশুভ ইচ্ছা বাস্তবায়ন হবে।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার ক্ষমতা হারানোর ভয়ে একের পর এক অপরাধ করেও নতুন ইস্যু তৈরি করে যাচ্ছে। জনপ্রিয়তার কারণেই তারেক রহমান সরকারের ক্রোধের শিকার হয়েছেন।
দেশ এক কঠিন সংকটকাল অতিক্রম করছে মন্তব্য করে তিনি বলেন, এ থেকে জনগণকে রক্ষা করা দেশের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে।
ঢাকা মহানগর উত্তর জাসাসের আহ্বায়ক ডা. আরিফুর রহমান মোল্লার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা. জেড এম জাহিদ হোসেন ও জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।