
জাতীয়
প্রধানমন্ত্রীকে ব্রিকস-বিমসটেক সম্মেলনে আমন্ত্রণ
ঢাকা, ২৬ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় ব্রিকস-বিমসটেক সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। ভারতের গোয়ায় ১৫-১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ব্রিকস-বিমসটেক সম্মেলন। আজ মঙ্গলবার ঢাকায় ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) এক অনুষ্ঠানে হাইকমিশনার হর্ষ বর্ধন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর বিষয়টি নিশ্চিত করেন। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার জোট ব্রিকস-এর বর্তমান চেয়ারম্যান ভারত। অন্যদিকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাত দেশের কারিগরি ও অর্থনৈতিক জোট বিমসটেক- এর সদস্য বাংলাদেশ। বিমসটেকের অন্য দেশগুলো হচ্ছে- ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার ও থাইল্যান্ড।