
জাতীয়
বনানীর রেস্টুরেন্টে আগুন
ঢাকা, ২৭ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
রাজধানীর বনানীর ১০ নম্বর সড়কের ‘ডি’ ব্লকে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার কন্ট্রোল রুম।
বুধবার (২৭ জুলাই) বিকেল ৬টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর জানা যায়নি।
ফায়ার কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানান।
‘তরকা’ নামে ওই রেস্টুরেন্টটির ভবন নম্বর ৬২ বলে জানা গেছে। রেস্টুরেন্টটি ইটালিয়ান, চাইনিজ, জাপানিজ ও থাই খাবার পরিবেশন করে।