জেলার সংবাদ

বেনাপোলে মুদ্রা পাচারে অভিযুক্ত কাস্টমস সুপার বরখাস্ত

ঢাকা, ২৭ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

যশোরের বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে বৈদেশিক মুদ্রার ব্যাগসহ পাচারকারীকে পালাতে সহযোগিতার অভিযোগে কাস্টমস রাজস্ব কর্মকর্তা (সুপারিন্টেন্ডেন্ট) উত্তম সমদ্দারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে জাতীয় রাজস্ব বোর্ডের এক নির্দেশে উত্তম সমদ্দারকে বরখাস্ত করা হয়। এরআগে তার বিরুদ্ধে মুদ্রা পাচারে সহযোগিতার অভিযোগে এক সপ্তাহ ধরে তদন্ত চলছিল বলে সূত্র জানিয়েছে।

এদিকে, বেনাপোল কাস্টমসের সুপারিন্টেন্ডেন্ট পদে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে আযাদ হোসেন হাজারীকে।

বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার মারুফুর রহমান মুদ্রা পাচার প্রতিরোধে দায়িত্ব পালনে অবহেলায় উত্তম সমদ্দারের বরখাস্তের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

কাস্টমস সূত্র জানায়, গত ১৫ জুলাই সকালে চেকপোস্ট কাস্টমসে কর্মরত শুল্ক গোয়েন্দা সদস্যরা ভারত ফেরত ফরিদ নামে এক ব্যক্তিকে ৪টি ব্যাগসহ আটক করে। পরে ৩টি ব্যাগ থেকে প্রায় কোটি টাকা মূল্যের বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া যায়। এ সময় কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট উত্তম সমদ্দার অন্য একটি ব্যাগসহ ফরিদকে অন্য রুমে তল্লাশি করতে নেওয়ার নাম করে পালিয়ে যেতে সহায়তা করেন।

বিষয়টি জানাজানি হলে এক সপ্তাহ ধরে তদন্ত শেষে মুদ্রা পাচারের সঙ্গে উত্তম সমদ্দারের সংশিষ্টতার সত্যতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে বুধবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

Show More

আরো সংবাদ...

Back to top button