রাজনীতি

ঐক্যের ডাকে সাড়া পাচ্ছি : নোমান

ঢাকা, ২৭ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

জঙ্গিবাদ মোকাবিলায় বড় প্লাটফর্ম গড়ে তোলার প্রত্যাশা জানিয়ে জাতীয় ঐক্য গড়ার ডাকে ভালো সাড়া পাওয়ার কথা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। আজ বুধবার রাজধানীতে এক প্রতিবাদ সভায় তিনি বলেন, জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দল  ও মতের যারা নেতৃত্বে আছেন, যারা ব্যক্তি হিসেবে ব্যক্তিত্বধারী, সুশীল সমাজ, তাদের সাথে আমরা যোগাযোগ করছি। আমরা তাদের কাছ থেকে বিপুল সাড়া পাচ্ছি। জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় সভা কক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মহানগর দক্ষিণের উদ্যোগে উচ্চ আদালতে তারেক রহমান ন্যায় বিচার পাননি শীর্ষক এই প্রতিবাদ সভা হয়। গুলশান ও শোলাকিয়ায় হামলার পর জঙ্গিবাদ মোকাবেলায় বিএনপি জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানালেও জামায়াত-সঙ্গের কারণ দেখিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ তা প্রত্যাখ্যান করে আসছে।

নোমান বলেন, যাদের সঙ্গে যোগাযোগ করেছি, তারা বলেছেন, খালেদা জিয়া যে উদ্যোগ গ্রহণ করেছেন, যে বক্তব্য দিয়েছেন জাতির সামনে- ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ ও জনগণ বড়- তার এই বক্তব্যকে আমরা সমর্থন করি, সহযোগিতা করি। আমরা আমাদের অবস্থান থেকে অথবা আমরা একটা বড় প্ল্যাটফর্মের মাধ্যমে ঐক্যবদ্ধ হব- এই আশা অনেক নেতৃবৃন্দ আমাদেরকে দিয়েছেন। জঙ্গিবাদকে ব্যধি আখ্যায়িত করে তিনি বলেন, একে রুখতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা ১৪ দলীয় ঐক্যজোটের মাধ্যমে যে ঐক্যের কথা বলেছেন- জাতীয় ঐক্য হয়ে গেছে, জাতি ঐক্যবদ্ধ হয়েছে- সেটা ১৪ দলীয় ঐক্য, জাতীয় ঐক্য নয়। এই ১৪ দল জনগণের মধ্যে নেই, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা নির্বাচিত সরকার নয়। দেশে গণতন্ত্র না থাকলে জঙ্গিবাদ আরও বাড়বে এমন শঙ্কাও প্রকাশ করেন তিনি।

Show More

আরো সংবাদ...

Back to top button