প্রবাসের খবর

দুবাইতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ১৩

ঢাকা, ২৭ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইতে মিনিবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো ১৩ জন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টায় দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আমিরাত সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের অধিকাংশি পাকিস্তানি এবং ভারতীয় নাগরিক। তাদের মধ্যে কোনো বাংলদেশি নাগরিক নেই। দুবাই ট্রাফিক পুলিশের পরিচালক সাইফ আল মাজরুই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিনিবাসে ২০ যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে স্থানীয় রশীদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button