বিনোদন

উত্তম কুমার স্মরণে মিউজিক স্টেশন

ঢাকা, ২৭ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

প্রয়াত চিত্রনায়ক উত্তম কুমার। বাংলা চলচ্চিত্র জগতে যাকে মহানায়ক হিসেবে আখ্যা দেয়া হয়েছে। গত ২৪ জুলাই ছিলো তাঁর মৃত্যুবার্ষিকী। তাঁর অভিনীত চলচ্চিত্রের অনেক জনপ্রিয় গান আছে। এ গুণী মানুষ স্মরণে এবারের পর্ব অনুষ্ঠিত হবে আরটিভির নিয়মিত লাইভ স্টুডিও কনর্সাট মিউজিক স্টেশন । আর তাঁর অভিনীত চলচ্চিত্রের গান গাইবেন কন্ঠশিল্পী রিজিয়া পারভীন, বাদশা বুলবুল ও আতিক হাসান।

এ অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দিবেন। শোনাবেন দর্শকদের  পছন্দের গান। কথা বলবেন উত্তম কুমার নিয়ে ।

শাহ আমীর খসরুর প্রযোজনায় আরটিভি মিউজিক স্টেশন  দেখবেন  (২৮ জুলাই)বৃহস্পতিবার  রাত ১১ টা ২০ মিনিটে আরটিভিতে।

উত্তম কুমার একজন ভারতীয়-বাঙালি চলচ্চিত্র অভিনেতা, চিত্রপ্রযোজক এবং পরিচালক। চলচ্চিত্রে অভিনয় ছাড়াও তিনি সফলভাবে মঞ্চেও অভিনয় করেছিলেন ।  তার প্রকৃত নাম অরুণকুমার চট্টোপাধ্যায়। তার জন্ম সেপ্টেম্বর ৩, ১৯২৬। তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন।
উত্তম কুমারের প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল দৃষ্টিদান। এরপর সাড়ে চুয়াত্তর মুক্তি পাবার পরে তিনি চলচ্চিত্র জগতে স্থায়ী আসন লাভ করেন। সাড়ে চুয়াত্তর ছবিতে তিনি প্রথম অভিনেত্রী সুচিত্রা সেনের বিপরীতে অভিনয় করেন। এই ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগতের সবচেয়ে জনপ্রিয় এবং সফল উত্তম-সুচিত্রা জুটির সূত্রপাত হয়।

উত্তমকুমার এবং সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্রে পঞ্চাশ ও ষাটের দশকে অনেকগুলি ব্যবসায়িকভাবে সফল এবং একই সাথে প্রশংসিত চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় একসাথে অভিনয় করেছিলেন। এগুলির মধ্যে প্রধান হল – হারানো সুর, পথে হল দেরী, সপ্তপদী, চাওয়া পাওয়া, বিপাশা, জীবন তৃষ্ণা এবং সাগরিকা।

উত্তম কুমার বহু সফল বাংলা চলচ্চিত্রের পাশাপাশি বেশ কয়েকটি হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন।মহানায়কখ্যত এই তারকার জীবনের পরিসমাপ্তি ঘটে জুলাই ২৪, ১৯৮০তে।

Show More

আরো সংবাদ...

Back to top button