বিনোদন

বিয়ের ৩৮ ভরি স্বর্ণালঙ্কার ও ১ লাখ টাকা খোয়া গেছে ঈশিকার

ঢাকা, ২৭ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

ঈশিকা খানকে অজ্ঞান করে স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে বাসার গৃহকর্মী। এ যাত্রায় বেঁচে যাওয়া ঈশিকাকে গতকাল রাতে ফোনে পাওয়া যাচ্ছিল না। পরে ফোনে যোগাযোগ করা সম্ভব হলে ঈশিকা চুরির বিষয়ে জানান, আমার বিয়ের সময়ের ৩৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ টাকা আলমিরা থেকে নিয়ে পালিয়েছে বাসার গৃহকর্মী। এছাড়াও আজ ঈশিকা ফেসবুকে লিখেছেন, ‘আল্লাহতায়ালার কাছে অশেষ শুকরিয়া যে আমার বাসার সবাই ভাল আছে। আমার অবস্থা একটু খারাপ। কিন্তু আজকে অবাক হলাম কাউকে কাউকে বিশ্বাস করতে নেই। কাজের মহিলাটা মেঝেতে খেত বলে মায়া লাগতো। বলেছিলাম একটা মোড়া নিয়ে বসেন। কিন্তু অদ্ভুত প্রথম দিনেই কাজে এসে ওই রাতেই সব কাহিনি করলো। যা এই সোনা ও টাকা নিয়ে যদি সুখি থাকিস থাক। ওপরে আল্লাহ আছে। তোর বিচার সে করবে।

সোমবার রাতে গৃহকর্মী কর্তৃক চায়ের সাথে অতি সংবেদনশীল ‘নেশাজাত’ দ্রব্য মিশিয়ে খাওয়ানোয় বেশ অসুস্থ হয়ে পড়েন ঈশিকা। এ সময় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, বাসার সবাইকে চা খাওয়ায় তাদের বাসার গৃহকর্মী। সংবেদনশীল সিডেটিভের অতিরিক্ত মাত্রায় সবাই ঘুমিয়ে পড়েন। সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ধানমণ্ডি ২৭ নম্বর বাসায় ফেরার পর যখন গৃহকর্মীর খোঁজ করেও পাওয়া যাচ্ছিল না তখনই সন্দেহ হয়। এরপর আলমিরা ও অন্যান্য জায়গায় দ্রুত খুঁজে দেখেন সব স্বর্ণালংকার খোয়া গেছে। জানা যায়, ঈশিকার বিয়ের সমস্ত অলংকারই গৃহকর্মী নিয়ে পালিয়েছে। এখানে মোট ৩৮ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা খোয়া গেছে বলে ইশিকা জানান।

উল্লেখ্য, চলতি বছরের মার্চে লন্ডন প্রবাসী ব্যবসায়ী কায়সার খানকে বিয়ে করেন ঈশিকা খান।

Show More

আরো সংবাদ...

Back to top button