
বিনোদন
নেশাগ্রস্থ আনুশকা!
ঢাকা, ২৭ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
‘ভয়ানক’ নেশার কবলে পড়েছেন বলিউড নায়িকা আনুশকা শর্মা। নেশা তার প্রায় সবই শেষ করে দিয়েছে। ক্যারিয়ারও পড়েছে হুমকির মুখে।
এমন অবস্থা আর কিছুদিন চললে আনুশকা অসুস্থও হয়ে পড়তে পারেন বলে আশংকা করছেন তার পরিজনরা।
কিন্তু কী সেই নেশা? মাদক? না! তবে এ নেশা মাদকের চেয়েও কিছু কম নয় বলেই মনে করছে বি-টাউনের একটা বড় অংশ।
এ হল ‘পোকেমন’-এর নেশা! আপাতত পোকেমনের কবলেই আনুশকা। এই মোবাইল গেমই নাকি তাকে এখন সম্পূর্ণ গ্রাস করেছে। ‘পোকেমন গো’ ম্যানিয়ার জন্য শুটিংয়েও নাকি মন বসছে না তার!
সম্প্রতি ইনস্টাগ্রামে ‘পোকেমন গো’ নিয়ে নিজের বর্তমান অবস্থার একটি ভিডিও শেয়ার করেছেন আনুশকা। আর এতেই বোঝা যায় নেশায় কতটা ডুবেছেন তিনি।