
‘সেরা বন্ধু’ হিলারির জন্য ভোট চাইলেন ক্লিনটন
ঢাকা, ২৭ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
হিলারি ক্লিনটনকে প্রেসিডেন্ট পদে ভোট দেয়ার আহ্বান জানালেন তার স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন পাওয়া হিলারি ক্লিনটনকে ‘শুধু স্ত্রী নয়, সেরা বন্ধু’ হিসেবে উল্লেখ করেন তিনি। হিলারির কেন দেশের নেতৃত্বে থাকা দরকার সে বিষয়ে বিভিন্ন যুক্তি তুলে ধরেন সাবেক ওই মার্কিন প্রেসিডেন্ট। খবর বিবিসির।
ফিলাডেলফিয়াতে ডেমোক্র্যাটিক দলের জাতীয় সম্মেলনে বেশ আবেগঘন বক্তৃতায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিলারির সঙ্গে তার পরিচয় এবং সরকারি কাজের প্রতি তার দায়িত্বশীলতার কথা তুলে ধরে বলেন, ‘আমি আশা করি আপনারা তাকে নির্বাচিত করবেন।’
এর কয়েক ঘণ্টা আগেই তার স্ত্রী যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো নারী হিসেবে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বড় কোন দলের আনুষ্ঠানিক মনোনয়ন পান।
কনভেনশনের রাতটির সমাপ্তি হয় হিলারি ক্লিনটনের ভিডিও বার্তার মধ্য দিয়ে। সেখানে তিনি বলেন, যদি কোনো ছোট মেয়ে এই ভিডিওটি না দেখে থাকে তাহলে তার উদ্দেশে আমি বলতে চাই- ‘আমি হয়তো আমেরিকার প্রথম নারী প্রেসিডেন্ট হবো, কিন্তু তোমাদের মধ্যেই কেউ একজনই হবে আগামী দিনের প্রেসিডেন্ট।’