
সুষ্ঠুভাবে হজ পালনে সরকারের সব প্রস্তুতি সম্পন্ন
ঢাকা, ২৮ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
চলতি বছর সুষ্ঠুভাবে হজ পালন করতে সরকার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘সরকারি ব্যবস্থাপনায় ঢাকা মহানগরী ও আশেপাশের জেলার হজযাত্রীদের প্রশিক্ষণ-২০১৬’র উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ধর্মমন্ত্রী বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে হজ কার্যক্রম সম্পন্ন করার জন্য ধর্ম মন্ত্রাণালয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। হজ কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রথমবারের মতো প্রাক নিবন্ধন প্রক্রিয়া চালু করা হয়েছে। এতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার রয়েছে।
প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে খুঁটিনাটি প্রয়োজনীয় বিষয় তুলে ধরে হজযাত্রীদের দিক-নির্দেশনাও দেন তিনি।
ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত ধর্মসচিব মো. আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রাণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন, সদস্য এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান) প্রমুখ।