আইন ও আদালত

ঋণ কেলেঙ্কারিতে হাসিবুল গনির জামিন বাতিল করে আত্মসমর্পণের নির্দেশ

ঢাকা, ২৮ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারি মামলায় এমারেল্ড ড্রেস লিমিটেডের মালিক সৈয়দ হাসিবুল গনি গালিবকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে তিন দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে তাকে। এ সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তার বিরুদ্ধে বিচারিক আদালতকে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২৮ জুলাই) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

আদালতের আবেদনের পক্ষে ‍শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। এর আগে গত জুন মাসে সৈয়দ হাসিবুল গনি গালিবকে জামিন দেন হাইকোর্ট। পরে এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

গত ২৭ মার্চ রাতভর অভিযান চালিয়ে বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারি মামলার হাসিবুল গণিকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন।

২০০৯ সালে বেসিক ব্যাংকের দিলকুশা, গুলশান ও শান্তিনগর এই তিন শাখা থেকে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ ওঠে। বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে গত বছরের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বরে এ তিনদিনে ৫৬টি মামলা করেছেন দুদকের অনুসন্ধান দলের সদস্যরা।

রাজধানীর মতিঝিল, পল্টন ও গুলশান থানায় এসব মামলা করে দুদক। ৫৬টি মামলায় মোট আসামি ১২০ জন। মামলাগুলোয় মোট ২ হাজার ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

Show More

আরো সংবাদ...

Back to top button