জাতীয়

পরিচয় মিলল কল্যাণপুরে নিহত আরও এক ‘জঙ্গির’

ঢাকা, ২৮ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পাঁচ নম্বর সড়কে জাহাজ বিল্ডিং নামের ভবনে অভিযানে নিহত নয়জনের মধ্যে আরও একজনের পরিচয় মিলেছে। এর আগে সাতজনের পরিচয় প্রকাশ করে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এ কথা জানান পুলিশের কাউন্টার টেরোরিজমের প্রধান মনিরুল ইসলাম।

তিনি জানান, আরও একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম রায়হান কবির। বাড়ি রংপুরের পীরগাছায়। রায়হানের বাবার নাম শাহজাহান কবির। রায়হানও নিখোঁজ ছিলেন বলে জানান পুলিশের কাউন্টার টেরোরিজমের প্রধান মনিরুল ইসলাম।

বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান তিনজনের পরিচয় পাওয়ার কথা জানান। ওই তিনজন হলেন নর্থ সাউথ বিশ্বিবদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী সেজাদ রউফ মরক্কো ওরফে অর্ক, চট্টগ্রামের আন্তর্জাতিক ইসালামিক বিশ্ববিদ্যালয়ের কুমিরা ক্যাম্পাসের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাব্বিরুল হক কনিক এবং নোয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জুবায়ের হোসেন।

পরে রাত আটটার দিকে সাত জনের পরিচয় প্রকাশ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি জানায়, বাংলাদেশ নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রে ব্যবহৃত ফিংগার প্রিন্টের সাথে নিহতদের ফিঙ্গার প্রিন্ট মিলিয়ে সাত জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। এই সাতজনের বাইরে বাকি দুজনের ফিঙ্গার প্রিন্ট না মিলায় পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত, ২৬ জুলাই ভোরে রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ৫ নম্বর সড়কে  জাহাজ বিল্ডিং নামের ওই ভবনে থাকা ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালায় পুলিশ। পুলিশ বলছে, গোলাগুলির সময় ৯ জন ‘জঙ্গি’ নিহত হয়েছে। একজনকে আহত অবস্থায় আটক করা হয়েছে এবং অন্যজন পালিয়ে গেছেন।

ভোর ৫টা ৫১ মিনিট থেকে ৬টা ৫১ মিনিট পর্যন্ত এ অভিযান চলে। সেসময় জঙ্গিরা ‘নারায়ে তাকবির’ ও ‘আল্লাহু আকবর’ বলে পুলিশের উপর গুলি চালায় বলে জানা যায়। এ ছাড়া বেশ কয়েকটি বোমা বিস্ফোরণও ঘটায়।

রাতে নিহত নয়জনের ছবি প্রকাশ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

Show More

আরো সংবাদ...

Back to top button